Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বেগম মনোয়ারা বেগমের সাফল্যগাথা জীবন কাহিনী
ডাউনলোড
 
আমি মোছ্ঃা মনোয়ারা বেগম (মনা), স্বামী মৃত জাহেদ মিয়া, গ্রাম- তেতৈয়া, ইউনিয়ন পত্তন, উপজেলা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আমার স্বামী বিগত আনুমানিক বিশ বছর আগের মৃত্যুবরণ করেন। এক ছেলে ও এক মেয়ে নিয়ে আমার সংসার। স্বামী মারা যাওয়ার পর বিভিন্ন মানুষের বাড়িতে কাজকর্ম করে সংসার চালিয়ে আসছি। গত সাত-আট বছর আগে সমাজসেবা অধিদফতর হতে প্রথম ৫০০০/- (পাচ হাজার) টাকা ঋণ গ্রহণ করে একটি গরুর বাছুর ক্রয় করি এবং বছর শেষে বিক্রয় করি। এতে ঋণ পরিশোধ করেও কিছু টাকা সঞ্চয় হয়। তারপর আবার সমাজসেবা অধিদফতর হতে ১০০০০/- দশ হাজার টাকা ঋণ গ্রহণ করি। ঋণের টাকা ও সঞ্চয়িত জমা টাকা সহ ১৭৫০০/- টাকায় একটি গাভী ক্রয় করি। গাভীর দুধ বিক্রয় করে সংসারের খরচ ও ঋণের কিস্তি পরিশোধ করি। আবার সমাজসেবা অধিদফতর হতে ২০০০০/- (বিশ হাজার) টাকা ঋণ গ্রহণ করি। সেই টাকা দিয়ে একটি জমি বন্ধক রাখি এবং জমি চাষ করে ফসল দিয়ে সংসার চালাই। আবার ২০১৯ সালে সমাজসেবা হতে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা ঋণ গ্রহণ করি। ঋণের টাকা ও গাভী বিক্রয়ের টাকা এবং জমানো সঞ্চয় দিয়ে গত কয়েকদিন আগে ২.৫ শতক বাড়ির জায়গা ক্রয় করি যার মূল্য ১৫০০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এখন আমার আর মানুষের বাড়িতে কাজ করতে হয়না । ছেলে সংসার নিয়ে খুব ভালভাবে আছি।
 
 
 
মনুয়ারা বেগম
গ্রাম- তেতৈয়া
ইউনিয়ন  পত্তন
বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।